দেবহাটা প্রতিনিধি ::
দেবহাটা উপজেলার পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক নির্বাচিত সাধারন সম্পাদক গোলাম ফারুক বাবুর বিরুদ্ধে ২ জানুয়ারী দেবহাটার খলিশাখালী ভূমিহীন জনপদে প্রতিবাদ সমাবেশ বিষয়ক সংবাদে যে মিথ্যা ও বানোয়াট কথা বলা হয়েছে সেবিষয়ে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন। উক্ত সংবাদের একাংশে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ভূমিহীনদেরকে হুমকি দিচ্ছেন বলে বলা হয়েছে সেবিষয়ে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু সাংবাদিকদেরকে জানান, তিনি কখনোই কোন ভূমিহীনদেরকে হুমকি দেননি বা প্রকৃত ভূমিহীন গৃহহীনদের বিপক্ষে নয়। বরং তিনি এলাকার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে ভূমিহীন জনপদে শান্তি রক্ষার পক্ষে বরাবরই ভূমিকা রেখে আসছেন। ভূমিহীন এলাকায় তার কোন জমি নেই বা কোন স্বার্থও নেই। এলাকার চেয়ারম্যান হিসেবে সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ভূমিহীন এলাকায় শান্তি রক্ষার জন্য তিনি প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন। চেয়ারম্যান বাবু বলেন, তিনি জনগনের দ্বারা নির্বাচিত চেয়ারম্যান। একশ্রেনীর স্বার্থান্বেষী কুচক্রীমহল তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর অপচেষ্টা করছে। গোলাম ফারুক বাবুর নামে মিথ্যা সংবাদের জন্য উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মৎস্যজীবি দল, শ্রমিকদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন।