পলাশ কর্মকার ::
কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে কপিলমুনি স্পোর্টস একাডেমির আয়োজনে দেশী বিদেশী খেলোয়াড়ের অংশ গ্রহনে গতকাল শুক্রবার বিকাল ৩ টায় শেখ ইমাম উদ্দীন স্মৃতি ৩ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ১ম পর্বের ৩য় খেলা অনুষ্ঠিত হয়েছে। শক্তিশালী খড়িবুনিয়া ফুটবল একাদশ ডুমুরিয়া টাইব্রেকারে ৪-২ গোলে বন্ধু কল্যাণ ফুটবল একাদশ কেশবপুরকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র থাকায় খেলা সরাসরি টাইব্রেকারে নিস্পত্তি হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন খড়িবুনিয়া ফুটবল একাদশের গোলকিপার সুমন। প্রথম গোলদাতা নির্বাচিত হন তনবীর। রেফারীর দায়িত্ব পালন করেন বরুন সানা।
খেলায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক ১ নং যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু। সম্মানীত অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলা শাখার সেক্রেটারী মোঃ আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান, হরিঢালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জেল হোসেন, মুন্সী রেজাউল করিম মহব্বত, বিশিষ্ট ব্যবসায়ী অজয় সাধু, টুর্নামেন্টের সহকারী সমন্বয়ক আঃ জলিল বিশ্বাস, মাওঃ আবুল কাশেম, কাশেম জোয়ার্দার, ইদ্রিস আলী, আঃ মজিদ গাজী, সাইদ হাজরা, রাসেল গাজী, শহিদুল ইসলামসহ অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজন। সভাপতিত্ব করেন কপিলমুনি স্পোর্টস একাডেমীর সভাপতি ও কপিলমুনি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (কেকেএসপি)এর আহবায়ক এম আজাদ হোসেন।