নাজমুল আলম মুন্না ::
সাতক্ষীরার দেবহাটা থানা এলাকা হতে ৩ টি বিদেশী পিস্তল, ৬টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলিসহ ০১ জনকে গ্রেফতার করেছে সাতক্ষীরা ডিবি পুলিশ।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান ২ জানুয়ারী রাত সাড়ে ৮ টায় সময় সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন জগন্নাথপুর গ্রামস্থ কুলপুকুর এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কুলপুকুর মোড়স্থ সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের উপর হতে দেবহাটা থানার কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজীর ছেলে মোঃ আসাদুল গাজী (৩২) এর দেও তল্লাশী করে ০২ (দুই) রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ ১ টি বিদেশী পিস্তলসহ তার পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেট হতে ০১ টি খালি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি এবং নগদ ১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
পবরর্তীতে উক্ত আসামীর বিরুদ্ধে দেবহাটা থানায় -১৯৭৮ সালের অস্ত্র আইনের ধারায় মামলা
১৯(A), (F) রুজু হয়। মামলা নং-০১। তারিখ- ০৩/০১/২০২৫। দেবহাটায় অস্রসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোঃ হযরত আলী বলেন উক্ত আসামীকে সাতক্ষীরা ডিবি পুলিশ আটক করে আমাদের এখানে এজাহার করে আসামীকে নিয়ে গেছে।