পলাশ কর্মকার ::
কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে কপিলমুনি স্পোর্টস একাডেমির আয়োজনে দেশী বিদেশী খেলোয়াড়ের অংশ গ্রহনে গতকাল শুক্রবার বিকাল ৩ টায় শেখ ইমাম উদ্দীন স্মৃতি ৩ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ১ম পর্বের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। শক্তিশালী ঝিনাইদহ জেলা ফুটবল একাদশ নাছির ফুটবল একাদশ রুপসাকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ঝিনাইদহ জেলা ফুটবল একাদশের ৬নং খেলোয়াড় আবু বাক্কার। প্রথম গোলদাতা নির্বাচিত হন রিপন। রেফারীর দায়িত্ব পালন করেন জি এম মোশাররফ, সহকারী রেফারীর দায়িত্ব ছিলেন পারভেজ মোহাম্মদ ও আকিব জবেদ।
খেলায় প্রধান অতিথি ছিলেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার। খেলা উদ্বোধন করেন কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক প্রকাশ চন্দ্র দাশ। সম্মানীত অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক ১নং যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু। বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি এলাকার কৃতি সন্তান দ্যা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ এর ফেলো সদস্য শঙ্কর কুমার দাস (এফসিএ, এফসিএমএ), ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান, হরিঢালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জেল হোসেন, কপিলমুনি ইউনিয়ন বিএনপি’র সাঃ সম্পাদক সন্তোষ সরকার, শঙ্কর পতœী শিউলী দাশ, বিশিষ্ট ব্যবসায়ী অজয় সাধু, টুর্নামেন্টের সহকারী সমন্বয়ক আঃ জলিল বিশ্বাস, মাসুম হাজরা, মাওঃ আবুল কাশেম, ইদ্রিস আলী, আঃ মজিদ গাজী, সাইদ হাজরা, রাসেল গাজী, শহিদুল ইসলামসহ অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজন। সভাপতিত্ব করেন কপিলমুনি স্পোর্টস একাডেমীর সভাপতি ও কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (কেকেএসপি)এর আহবায়ক এম আজাদ হোসেন। প্রসংগত আগামী ১৮ জানুয়ারী শনিবার বিকাল ৩টায় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ওইদিন একাধিক বিদেশী খেলোয়াড় নিয়ে গঠিত খড়িবুনিয়া ফুটবল একাদশ ডুমুরিয়া ও অপর দিকে থাকবে সন্নাসগাছা ছাত্র সংসদ ফুটবল একাদশ কেশবপুর।