॥ গোলাম সরোয়ার ॥
জাগরণী চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে সাতক্ষীরার উপকূলীয় এলাকার শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। গতকাল জাগরণী চক্র ফাউন্ডেশন শ্যামনগর উপজেলার চারটি শাখায় উপকূলীয় এলাকার ৪০০ জন হতদরিদ্র শীতার্থ নারীকে কম্বল দেয়া হয়।
এরমধ্যে শ্যামনগর শাখায় ১০০টি, মুন্সিগঞ্জ শাখায় ১০০টি, নুরনগর শাখাতে ১০০ টি এবং ভেটখালী শাখায় ১০০ টি কম্বল বিতরন করা হয়েছে।
প্রচন্ড শীতের কষ্টে কম্বল পেয়ে এসব দরিদ্র নারীরা খুবই উপকৃত হয়েছে বলে জানান।
জাগরণী চক্র ফাউন্ডেশনের সাতক্ষীরা জোনের জোনাল ম্যানেজার মোঃ আজাদুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন। বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা ভুমি সহকারী কর্মকর্তা (এসিল্যান্ড) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা ইন্সট্রাক্টর মোঃ কামরুজ্জামান ,জাগরণী চক্র ফাউন্ডেশনের শ্যামনগর উপজেলা এরিয়া ম্যানেজার মোঃ খায়রুল আলম ও জাগরণী চক্র ফাউন্ডেশনের মুন্সিগঞ্জ শাখা ম্যানেজার সঞ্জয় মুখার্জি প্রমুখ।
কম্বল পেয়ে উপকুলীয় এলাকার শীতার্থ নারী রাবেয়া খাতুন, মর্জিনা খাতুন, বকুল আক্তার, নুরজাহান বেগম ও তাসলিমা আক্তার জানান, জাগরণী চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কম্বল পেয়ে তারা খুবই উপকৃত হয়েছে। শীত নিবারণের জন্য এই কম্বল পেয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
##