বি. এম. জুলফিকার রায়হান ::
দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যালের অর্থায়নে, উত্তরণ কর্তৃক বাস্তবায়িত বিজিডি মনসুন ফ্লাশ ফ্লাড রেসপন্স প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২ টায় সকালে নোয়াখালী জেলার সদর উপজেলার বিনোদপুর ও এওজবালিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত বিনোদপুর ও চরকরমুল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা।
উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সঞ্চালনায় এ সময় উপস্থিতিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয়, সেভদ্যচিলড্রেনের ম্যানেজার ছাকিউল্লাহ ও প্রজেক্ট অফিসার আব্দুল বাতেন, বিদ্যালয়ের শিক্ষক ম-লী, সাংবাদিক এবং উত্তরণের প্রকল্পের স্টাফগণ। শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এডুকেশন ইন ইমারজেন্সি কিটস্- স্কুল ব্যাগ-১টি, ছবি আঁকার খাতা-১টি, ছাতা-১টি, পানির বোতল-১টি, পেনসিল বক্স-১বক্স (ইরেজার-১টি, পেনসিল-২টি, সার্পনার-১টি, ছোট স্কেল-১টি), রং পেন্সিল-১টি, বাংলা খাতা-২টি, গণিত খাতা-২টি, ইংরেজী খাতা-২টি বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি উপস্থিত সকলেই উল্লেখিত কার্যক্রম হাতে নেয়ার জন্য দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন ও বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে আন্তরিক ধন্যবাদ জানান।
###