নাজমুল আলম মুন্না ::
ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। ২৩ জানুয়ারী সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৫ পিচ ইয়াবা ও নগদ ৫৫ হাজার ৫০০ টাকাসহ বংশীপুর গ্রামের মৃত এন্তাজ গাজীর ছেলে মোঃ ইসরাফিল গাজী ওরফে হারা(৬০)কে গ্রেফতার করে। অভিযানটি সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিকনির্দেশনায় কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমানের সার্বিক সহযোগিতায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্লার নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে এসআই এম সজীব আহম্মেদসহ সঙ্গীয় ফোর্স সহযোগীতা করে। আসামীকে বিজ্ঞ আদালতে সোফর্দ করা হয়েছে।