আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে গত ১১ বছর আগে ২০১৪ সালের ২৬ জানুয়ারি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পেটুয়া বাহিনীর সদস্যরা বুকে গুলি চালিয়ে হত্যা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দেবহাটা উপজেলা সেক্রেটারী মেধাবী ছাত্র শহীদ আবুল কালাম আজাদ ও জামায়াত কর্মী শহীদ মারুফ হোসেনকে। তাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টায় কুলিয়া শহীদ মিনার চত্বরে এ শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফ্ফারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সাদিকুল ইসলাম ও উপজেলা ছাত্রশিবের সেক্রেটারী সাফায়েত হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিধি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিধি ছিলেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী জুবায়ের হোসেন, দাওয়া সম্পাদক হাফেজ সোহরাব হুসাইন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমীন, মাওলানা আনোয়ারুল ইসলাম, ইউনিট সদস্য মাছুম খান চৌধুরী, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সহ-সেক্রেটারী মোজাহিদুল আলম, মাওলানা ইয়াকুব আলী, টিম সদস্য আব্দুল হালিম, হাফেজ আব্দুস ছাত্তারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা।