আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ৩ জন ছাত্রকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। বৃহস্পতিবার ৩০ জানুয়ারী দুপুরে ইউএনওর নিজস্ব অফিসে এই সহায়তা প্রদান করা হয়। জানা গেছে, গত জুলাই আগষ্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেবহাটা উপজেলার সন্তান ওমর ফারুক, মেহেদী হাসানসহ অসংখ্যা শিক্ষার্থী আহত ও নিহত হন। দেবহাটা উপজেলার সন্তান আহত শিক্ষার্থীদের মাঝে ৩জনকে চিকিৎসার উদ্দেশ্যে আর্থিক সাহায্যের চেক প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুজাহিদ বিন ফিরোজ ও সমন্বয়ক ইমরান হোসেন উপস্থিত ছিলেন।