নাজমুল আলম মুন্না ::
বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে বাজে কটুক্তি করায় মন্তব্যকারির বিরুদ্ধে ভিক্ষোভ মিছিল ও ঘরবাড়ী ভাংচুর করেছে ধর্মপ্রাণ মুসলিমরা। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামে। ঘটনা সূত্র ও এলাকাবাসী জানান শবে মিরাজের রাতে কোমরপুর গ্রামের আব্দুল হাকিম কাদেরির ছেলে কুতব কাদেরি বিশ্ব নবীকে বাজে কটুক্তি করায় ধর্মপ্রাণ মুসলিমরা শুক্রবার জুম্মা বাদ সম্মিলিতভাবে বিক্ষোভ মিছিল করতে করতে কুতুবের বাড়ীতে হামলা করে ঘরবাড়ী ভাংচুর করে। বিক্ষিপ্ত জনতা অভিযোগ করে বলেন এর আগেও কুতুব কাদেরি মহানবীকে নিয়ে বাজে মন্তব্য করেছিল তখন এলাকাবাসী ধৌর্যধারন করেছিল। এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোঃ হযরত আলী বলেন খবরশুনে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। অভিযুক্ত কুতুবের বাড়ী কোমরপুর মসজিদের পাশে। সে ঐ এলাকার হাকিম কাদেরির ছেলে। ওরা মূলত শিয়া মতাদর্শী গত শবে মিরাজের রাতে দোয়ানুষ্ঠানের আগে মসজিদে বক্তব্য দিয়েছিল সেখানে মহানবীকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিয়েছিল সেকারনেই মুসল্লীগণ আজকে ওদের বাড়ী ভাংচুর করে। ভাংচুরের সময় কুতুব বাড়ী ছিলনা। সে পলাতক রয়েছে।