নাজমুল আলম মুন্না ::
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দীপ ইউনিয়ন গাবুরায় মেঘা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।
৩১ জানুয়ারি (শুক্রবার) বিকালে গাবুরার জেলেখালীতে পানি উন্নয়ন বোর্ডের টেকসই বেড়িবাঁধ কার্যক্রম পরিদর্শনে যেয়ে ড. শেখ আব্দুর রশিদ বলেন টেকসই বেড়িবাঁধ নির্মিত হলে নদী ভাঙ্গন থেকে গাবুরাবাসী নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে। বিধিগতভাবে মেঘা প্রকল্পের কার্যক্রম সমাপ্ত করা হবে। এবিষয়ে গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম, মাসুদুল আলম জানান এই এলাকায় সুপেয় নিরাপদ পানির ভিষন অভাব রয়েছে। এখানে সুপেয় খাবার পানি পাইপ লাইনের মাধ্যমে প্রবেশ করনো হলে এখানকার জনগণ খুবই উপকৃত হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ হাবিবুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক (পিপিএম), পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা পওর বিভায় (১) এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান সরদার, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিএম, মাসুদুল আলম প্রমূখ ।