আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩ টায় দেবহাটা উপজেলা মুক্তমঞ্চে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাসিস্ট্যান্ট ডেন্টাল সার্জন ডাঃ আরিফ ইকবাল, উপজেলা আইসিটি অফিসার ইমরান হোসেন। দেশাত্মবোধক গান পরিবেশন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ। বক্তব্য রাখেন ইমরান বাশার, উপস্থিত ছিলেন জাহিদ হোসেন, রত্না পারভিন প্রমুখ। বক্তারা নিরাপদ মাতৃত্ব, অবৈতনিক গৃহস্থলী কাজের মর্যাদা উন্নতিকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টন উৎসাহিতিকরণ বিষয়ে আলোচনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জুলাই ২০২৪, এসো দেশ বদলায় পৃথিবী বদলায় উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ বিষয়ের উপর আলোচনা করেন। প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপের একদিনের আবেদন সংগ্রহের জন্য বুথ স্থাপন ও ডাক্তার কর্তৃক যাচাই বাচাই সনাক্তকরণ করা হয়। আলোচনা শেষে কবিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান গান নাচ অনুষ্ঠিত হয়।