পলাশ কর্মকার ::
কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে কপিলমুনি স্পোর্টস একাডেমির আয়োজনে শেখ ইমাম উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দেশী-বিদেশী খেলোয়াড়ের অংশ গ্রহনে শুক্রবার বিকাল ৩ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় অংশ গ্রহণ করে ঝিনাইদহ জেলা ফুটবল একাদশ বনাম খড়িবুনিয়া, ডুমুরিয়া ফুটবল একাদশ। খেলায় ২-১ গোলে ঝিনাইদহ জেলা ফুটবল একাদশকে হারিয়ে খড়িবুনিয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় মনোনীত হন তপু বর্মণ, টুর্নামেন্ট সেরা খেলোয়াড় মনোনীত হন হাবিবুল্যাহ, প্রথম গোলদাতা সুমন ও সেরা বিদেশী খেলোয়াড় মনোনীত হয়েছেন সুকো। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন ফেরদৌস হাসান, সহকারী রেফারী মোঃ মোস্তাফিজুর রহমান ও মোঃ জিল্লুর রহমান। টুর্নামেন্টে সেরা দর্শকের পুরস্কার পান মোঃ আসাদুল গাজী ও সোহরাব বিশ্বাস। শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় মেসার্স আমিনুল পোল্ট্রি ফিডের প্রোপাইটর মোঃ ছুরমান গাজী, কপিলমুনি স্পোর্টস একাডেমির ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল জলিল বিশ্বাস ও সানাহা সাউন্ড এর কর্নধর মোঃ এমদাদুল হককে। ধারভাষ্যকর হিসেবে মোঃ অলিউল ইসলাম কিøনটন মন্ডল, আরাফাত ইয়াসিন পিন্টু, মোঃ আলঙ্গীর হোসেন, রেফারী ও সহকারী রেফারী টিম ম্যানেজার এবং উভয় দলের খেলোয়াড়বৃন্দকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন মেসার্স বাসন্তী জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক পলাশ কর্মকার। সভাপতিত্ব করেন কপিলমুনি স্পোর্টস একাডেমীর সভাপতি ও কেকেএসপির আহবায়ক এম আজাদ হোসেন। খেলায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক ইনফরমেশন, টেকনোলজি এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট ব্যাংলাদেশ ব্যাংক ঢাকা ও ঢাকাস্থ পাইকগাছা সমিতির সভাপতি একে এম সাঈদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক ১নং যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু, হরিঢালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ ইমামুল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও বণিক সমিতির সদস্য সচিব শেখ আনোয়ারুল ইসলাম, মাগুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি অরুন গোলদার, প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, কপিলমুনি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সন্তোষ সরকার, সমাজ সেবক মোঃ ছুরমান গাজী, কল্যানী ফাউন্ডেশনের সদস্য নীল কোমল মুনি, বিশিষ্ট ব্যবসায়ী অজয় সাধু, মোঃ সুজায়েত গাজী, কাশেম জোয়ার্দার, আব্দুল জলিল বিশ্বাস, কামরুল ইসলাম, আব্দুল কুদ্দুস, শহিদুল ইসলাম প্রমূখ।