বি. এম. জুলফিকার রায়হান ::
অমর একুশে- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২৫ যথাযথ পালনের লক্ষ্যে তালায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তালা থানার ওসি মো. শাহিনুর রহমান, তালা মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক মেডিকেল অফিসার খালিদ হাসান নয়ন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফিরোজ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, তালা প্রেসক্লাব সভাপতি এম.এ হাকিম, নাগরীক কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, উত্তরণ প্রতিনিধি দিলিপ সানা, মুক্তি ফাউন্ডেশনের প্রতিনিধি সুনন্দা ভদ্র, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক জুলফিকার রায়হান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আকবর হোসেন ও বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়কারী মীর্জা সাকিব প্রমুখ।
সভায়- যথাযথ মর্যাদায় অমর একুশে ও মহান শহীদ দিবস পালনে প্রতিবছরের ন্যায় এবারও সু-শৃঙ্খল শহীদ বেদী প্রস্তুত, যথাযথ নিয়মে সর্বত্র জাতীয় পতাকা উত্ত্বোলন ও শিক্ষার্থীদের অংশগ্রহনে নানাবিধ প্রতিযোগীতার আয়োজনসহ একাধিক উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।
###