পলাশ কর্মকার ::
অবশেষে শত শত লোকের সামনে আহত শিক্ষকের পা ধরে মাফ চেয়ে রেহাই পেলেন আক্তার হোসেন বিশ্বাস নামের এক যুবক।
জানাযায়, সোমবার সকাল ১০ টার দিকে কপিলমুনি আহলে সুফ্ফাহ ইসলামিক ক্যাডেট একাডেমির সামনে প্রধান সড়কের উপর ঘটনাটি ঘটে। এর আগে রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উক্ত আক্তার হোসেন বিশ্বাস তার দু’জন সহযোগীকে নিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানের একটি শ্রেণি কক্ষে ঢুকে পাঠদান রত অবস্থায় নিরীহ শিক্ষক আল মামুনকে অতর্কিত কিল, ঘুষি দিয়ে আহত করে। এ সময় ক্লাসের ৭/৮ বছরের ৩০ জন শিশু শ্রেণি কক্ষে ভয়ে কান্নাকাটি ও চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও অন্য শিক্ষকরা এসে আক্তারকে নিবৃত করে। এ সময় উক্ত প্রতিষ্ঠানে আসা মহিলা অভিভাবকদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করে আক্তার মোটরসাইকেল যোগে সাথে থাকা ২ জন সহযোগীকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় এলাকাবাসী, শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করে। জনরোষ এড়াতে আক্তার হোসেন বিশ্বাস শত শত লোকের সামনে তার বেআইনি কাজের জন্য শিক্ষক আল মামুনের পায়ে ধরে মাফ চান। এদিকে শিক্ষক আল মামুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, আক্তার হোসেন বিশ্বাসের নামে আরো অনেক অভিযোগ রয়েছে।