স্টাফ রিপোর্টার ::
কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে শেষ হয়।
সেখানে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক আরাফাত হোসেন, সদস্য সচিব সুহাইল মাহদীন, সদস্য মাসুদ রানা, মোল্লা ইব্রাহিম।
তারা বলেন, কুয়েটে ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছে একটি সন্ত্রাসী গোষ্ঠী। সন্ত্রাসীরা কোনো দলমতের হতে পারে না। তারা যে দলের হোক তাদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।