ডেস্ক রিপোর্ট ::
গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অধ্যয়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতক্ষীরা (জিবিসাস) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০২২-২৩ শিক্ষা বর্ষের শিক্ষার্থী এস এম শাহিন আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ সায়াদাত ফুয়াদ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সংগঠনটির উপাদেষ্টামণ্ডলী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৬২৪নং কক্ষে অনুষ্ঠিত এক সভায় আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি বিজলী খাতুন ও রাইসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল মুন্না, সাংগঠনিক সম্পাদক মাহির ফয়সাল নাঈম, অর্থ সম্পাদক আল-মুসতানছির বিল্লাহ নাবিল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাহবুব, প্রচার, প্রকাশ ও প্রযুক্তি সম্পাদক ফাহিম শাহরিয়ার ইমন, ক্রীড়া সম্পাদক সুরুভী খাতুন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক, মোঃ মেহেদী হাসান ঈশান, কার্যনির্বাহী সদস্য মোঃ আশিক বিল্লাহ ও কার্যনির্বাহী সদস্য নুসরাত তোয়া।
সংগঠনের নতুন সভাপতি এস এম শাহিন আলম বলেন, সাতক্ষীরার সকল শিক্ষার্থীদের এক প্লাটফর্মে নিয়ে আসার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। সাতক্ষীরার সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে বাস্তবিক অর্থে কল্যাণমুখী ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে সকলের পারস্পরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতক্ষীরা (জবিসাস) তার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে বলে আশাকরি। ###