স্টাফ রিপোর্টার ::
কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার কর্তৃক নানা অনিয়ম দূর্নীতি ও অপসারনের দাবীতে কপিলমুনির স্থানীয় জনতা ও প্রতিষ্ঠানের জমিদাতাদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল, মানবনবন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও পথ সভায় বক্তব্য রাখেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলী, মাদ্রাসার জমি দাতা শেখ সাহাজুদ্দিন, জমিদাতা শেখ ইউনুস আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের, মোঃ সোহেল গাজী, মোঃ বিল্লাল হোসেন, মোঃ রফি উদ্দীন, শেখ আব্দুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়া ওলামালীগ নেতা অধ্যক্ষ আব্দুস সাত্তারের মাদ্রাসায় নিয়োগের পর থেকে সীমাহীন দূর্নীতি করেছেন। অর্থের বিনিময়ে অদক্ষ শিক্ষক কর্মচারী নিয়োগ থেকে শুরু করে ঐতিহ্যবাহী স্বনামধন্য মাদ্রাসাটি ধংস করে দিচ্ছেন। স্বল্প মূল্যে মাদ্রাসায় জমি দানের কথা বলে তিনি নিজের নামে সাড়ে ৪ শতক জমি লিখে নিয়েছেন। এছাড়াও স্বল্পমূল্যে খরিদ করা জমি তিন গুণ দাম দেখিয়ে মাদ্রাসার টাকা আত্মসাৎ, গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জন প্রতি ১০ থেকে ১৫ লাখ টাকার বিনিময়ে নিজের ইচ্ছে মত অদক্ষ শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়েছেন।
এসময় বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে দুর্নীতিবাজ অধ্যক্ষ মাও আব্দুস সাত্তার অপসারিত না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন আন্দোলনকারী নারী পুরুষেরা। পথসভা শেষে মানবন্ধনে অংশ গ্রহণকারী নারীরা মাদ্রাসার অধ্যক্ষের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন।