ইয়ারুল ইসলাম ::
সোমবার (২৪ ফেব্রুয়ারি ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে সাড়ে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ আভিযানিক দল পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও ঝাউডাঙ্গা সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
অভিযানে জব্দকৃত মালামাল পদ্মশাখরা বিওপি সাতক্ষীরা সদর থানাধীন বটতলা এলাকা থেকে ১২,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি। ভোমরা বিওপি মন্দির রোড এলাকা থেকে ২৪,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি। বৈকারী বিওপি ছয়ঘড়িয়া এলাকা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ।
তলুইগাছা বিওপি নটিজঙ্গল এলাকা থেকে ১৪,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও আগরবাতি। কাকডাঙ্গা বিওপি গেড়াখালি এলাকা থেকে ৪,১৬,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বোরকা ও ঔষধ। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প চেকপোস্ট এলাকা থেকে ৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা। সর্বমোট ৫,৬৬,০০০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করা হয়।
বিজিবি সূত্র জানিয়েছে চোরাকারবারীরা এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। ভারতীয় পণ্যের চোরাচালান দেশীয় শিল্পের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান বিজিবি সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।