স্টাফ রিপোর্টার ::
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। বিজিবির একাধিক টহলদল এসব অভিযান চালিয়ে প্রসাধনী, শাড়ি ও নিষিদ্ধ ভারতীয় ওষুধ উদ্ধার করে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা সীমান্ত এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ভোমরা সীমান্তে ঘোষপাড়া ও ফলমোড় এলাকা থেকে ১,৬৩,৭৫০ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী সামগ্রী ও শাড়ি আটক করা হয়। তলুইগাছা সীমান্তে চারাবাড়ি এলাকা থেকে ২,৮০,০০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়। কাকডাঙ্গা সীমান্তে কুঠিবাড়ি ও গেড়াখালি এলাকায় পৃথক অভিযানে ৫,৬১,৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ওষুধ উদ্ধার করা হয়।
মাদরা সীমান্তে ভাদিয়ালী এলাকা থেকে ২,৮০,০০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
বিজিবি জানায় এসব মালামাল চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচার করছিল। এ ধরনের চোরাচালান দেশীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে জব্দ করা মালামাল শীঘ্রই সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।
এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, বলেন সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর। দেশীয় শিল্প সুরক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।