পলাশ কর্মকার ::
কপিলমুনিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কপিলমুনির ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (কে কে এস পি) এর পরিচালনায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে ২০১৪ সালের অসমাপ্ত ফাইনাল খেলায় খুলনার সেন্টমেরী ফুটবল একাদশকে ১ শূন্য গোলে পরাজিত করে তালা হাজরাকাটি আদর্শ যুব সংঘ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ১ম গোলদাতার পুরস্কার অর্জন করেন বিল্লাল, ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন হাবিবুল্যাহ, ম্যান দ্যা টুর্নামেন্ট মনোনীত হন তেবেজ। খেলা পরিচালনা করেন বরুণ সানা।
কে কে এস পি’র আহ্বায়ক এম আজাদ হোসেনের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক ১নং যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু। প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে সতেজ রাখে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলায় বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, তুষার কান্তি মন্ডল, শেখ ইমামুল ইসলাম, শেখ আনোয়ারুল ইসলাম, নাজির আহমেদ, সরদার তোফাজ্জেল হোসেন, সন্তোষ সরকার। এসময় উপস্থিত ছিলেন, সুজায়েত গাজী, কাশেম জোয়ার্দার, মাসুম হাজরা, সোহেল রানা, হুরায়রা বাদশা, জিয়ারুল ইসলাম, আবু রায়হান গাজী, শহীদুর রহমান, আবু হানিফ মিলন, আরিফ আহমেদ, শান্তনু সরকার, তিতাস সরকার, শেখ ইকবাল হোসেন, শাহরিয়ার ফেরদৌস জনি, আবু সিনা শিমুল, হাবিবুল্যাহ খান মাসুম, জয়নাল আবেদিন, বাপ্পী মোল্যা, বনি মোড়ল, ফতু, মিলন গাজী প্রমুখ। খেলার অন্যতম তত্বাবধায়ক ছিলেন সাবেক ফুটবলার আব্দুল জলিল বিশ্বাস।