আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটায় সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফার পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষদেরকে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার ১ মার্চ সকাল ১০টায় উপজেলার কোমরপুরস্থ নিজস্ব অফিসে এই ইফতার সামগ্রী বিতরনের উদ্বোধন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল ফেরদাউস আলফার পিতা আবুল কাশেম, ইউপি সদস্য আব্দুল আলিম, বিএনপি নেতা আবুল কাশেম ছট্টু, সাংবাদিক আবু সাঈদ, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক জাকিরুল ইসলাম, বিএনপি নেতা আমিরুল ইসলাম, শাহাবুদ্দিন মুক্ত, সমাজসেবক মুকুল ইসলাম, খানাবাটি মসজিদের সভাপতি শামছুল সরদার, ব্যবসায়ী জারিউল ইসলাম, অফিস ম্যানেজার সেলিম হোসেন। পরে উপজেলার ৫টি ইউনিয়নে পৃথকভাবে ইফতার সামগ্রী বিতরন করা হয়। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ৩৫০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরন করা হয়।