আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটায় জাতীয় ভোটার দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২ মার্চ সকাল সাড়ে ১০টায় দিবসটি পালনে উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গন থেকে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হোসেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি রায়হান কবির, মুজাহিদ বিন ফিরোজ ও ইমরান বাশার, উপজেলা নির্বাচন অফিসের শ্যামল কুমার প্রমুখ। সভায় ভোটার তালিকা হালনাগাদে সঠিকভাবে তথ্য সংগ্রহ ও পূরন করা এবং ভোটের প্রতি সাধারন মানুষের আস্থা ফিরিয়ে আনতে সকলকে সচেতন করার আহবান জানানো হয়।