এস এম অঅলাউদ্দীন সোহাগ ::
খুলনার পাইকগাছার নিজ ইউনিয়ন সোলদানায় সংবর্ধিত হলেন পদোন্নতি প্রাপ্ত সচিব তৌহিদুর রহমান। রোববার বিকালে সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডলের সভাপতিত্বে সংবর্ধনা ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি শেখ সাদেকুজ্জামান, যুগ্ম আহ্বায়ক শেখ ইমাদুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, শেখ বেনজির আহমেদ লাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন মানিক, ইউনুছ মোল্লা, সুজিত কুমার মন্ডল, বিএনপি নেতা আমিনুল ইসলাম, এস এম বাবুল আক্তার, প্রধান শিক্ষক আমিনুর রহমান, আল- আমিন, দিলীপ কুমার গাইন, মাসফিয়ার রহমান সবুজ। যঞ্জেশ্বর কার্তিক এর সঞ্চালনায় বক্তৃতা করেন, হাবিবুর রহমান মোল্লা,মো. আব্দুর সাত্তার, মো. হাকিম সানা, সন্তোষ কুমার গাইন, আনোয়ারুল কাদির, ইউপি সদস্য শেখর কুমার ঢালী, প্রবীর কুমার গোলদার ও ফারুক হোসেন, সোহেল গাজী, মো. সাদ্দাম হোসেন, শেখ আব্দুল কাদের, ফয়সাল রাশেদ সনি, কিশোর মন্ডল, জাহিদুর রহমান লিটু ও ইসরাফিল মোড়ল।।