এস,এম,আলাউদ্দিন সোহাগ ::
খুলনার পাইকগাছা উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরাম এর অর্ধ বর্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর সহযোগিতায় সোমবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাওসেড এর প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমান মোহন। সভায় উপস্থিত ছিলেন শংকর রঞ্জন সরকার, উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, অখিল কুমার মন্ডল, ডাঃ বাসুদেব রায়, শ্যামাপদ মন্ডল, সাংবাদিক এন ইসলাম সাগর, সুভাষ চন্দ্র মন্ডল, রাজীব গাঙ্গুলি, মানিক ভদ্র, শাহিদা আক্তার, জুলি শেখ, শেখর রঞ্জন ভদ্র, স্মিতা মন্ডল, তাহাজিবুল ইসলাম ও অ্যাওসেড এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসু। সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।।