নাজমুল আলম মুন্না ::
মরিচ্চাপ নদীর বেড়িবাঁধ পুরোটাই ঝুঁকিপূর্ণ- টেকসই বাঁধের দাবি আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের কপোতাক্ষ নদী পাড়ের বাসিন্দাদের। সরেজমিনে দেখা গেছে এই নদীর ভেড়িবাদের অবস্থা পুরোটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বিশেষ করে গোয়ালডাঙ্গা বাজার এলাকায় ভেড়ি বাঁধের অবস্থা ভয়াবহ। স্থানীয় মোঃ আব্দুল হামিদ ও আব্দুল হালিম দুজন বলেন এই নদীর ভেড়িবাধ
দ্রুত সংস্কার না হলে গোয়ালডাঙ্গা বাজারসহ আল আকসা মসজিদ ও বড় দল ইউনিয়ন এবং পার্শ্ববর্তী খাজরা ইউনিয়নের হাজার হাজার বিঘা বোরো ধান ও মাছের ঘের প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতির সম্ভাবনা ও অন্যান্য ফসলের ক্ষতি সম্ভাবনা রয়েছে। তাই এলাকাবাসী অতিদ্রুত টেকসই ভেরি বাঁধের দাবি জানিয়েছে।