পলাশ কর্মকার ::
কপিলমুনির হরিঢালীতে যুবলীগ নেতা সরদার মনিরুল ইসলাম ও হালিম ফকিরকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে হরিঢালী পুলিশ ক্যাম্পের পাশ থেকে পুলিশ তাকে আটক করেছে। সরদার মনিরুল ইসলাম (৩৮) হরিঢালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু তাহের সরদার সরদারের ছেলে। ক্যাম্পের ইনচার্জ এস আই মফিজুল ইসলাম জানান, হরিঢালী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সরদার মনিরুল ইসলাম ওইদিন ক্যাম্পের পাশে সন্দেহজনক ঘোরাফেরা করছিল। বিগত সরকারের সময়ে বিরোধী দলের নেতাকর্মীদের উপর সে বিভিন্ন সময় হামলা করতো।
এদিকে যুবলীগ নেতা এলাকার কুখ্যাত ভূমিদস্যু বহুল আলোচিত হালিম ফকিরকে শুক্রবার সকাল ১০ টার দিকে কপিলমুনি সেফ বিল্ডিং এলাকা থেকে ওসি’র নির্দ্দেশে আটক করেছে হরিঢালী ক্যাম্প পুলিশ। হরিঢালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মফিজুল ইসলাম বলেন, ‘হালিমের বিরুদ্ধে অসংখ্য অপরাধের অভিযোগ রয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন বলেন ‘ওই ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। থানায় মামলা নম্বর ৮।