কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নব নির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) ক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত এ সভায় ক্লাবের উন্নয়নকল্পে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুর রশিদ কচির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম। সভায় আগামী ১৫ মার্চ ক্লাবের নিজস্ব ভবনে ইফতার ও দোয়ানুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হরেন্দ্রনাথ রায়, সহ-সভাপতি শেখ জামিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদ, সহ-সাধারণ সম্পাদক রজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান (জিল্লু), ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, সমাজকল্যাণ সম্পাদক ফজলুল হক লাকু, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ হবিবর রহমান, দপ্তর সম্পাদক রবিউল হাসান, নির্বাহী সদস্য আশরাফ হোসেন, রেজাউল ইসলাম প্রমুখ।