বি. এম. জুলফিকার রায়হান ::
তালা উপজেলার সীমানা সন্নিহিত খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার একাধিক অঞ্চলের জলাবদ্ধা দূরীকরনে এবং অন্তর্বর্তী নিস্কাশন পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দক্ষিন-পশ্চিম জোনের প্রধান প্রকৌশলীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা উত্তরণ ও পানি কমিটির যৌথ আয়োজনে, সাসটেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দি সাউথ-ওয়েস্ট বাংলাদেশ প্রকল্পের অধিন শনিবার (৮মার্চ) সকালে তালা উত্তরণ প্রশিক্ষন সেন্টারে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দক্ষিন-পশ্চিম জোনের (খুলনা) প্রধান প্রকৌশলী (পুর) বিদ্যুৎ কুমার সাহা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল ও কেন্দ্রীয় পানি কমিটির আহবায়ক আ. মতলেব সরদার। মাল্টি মিডিয়ার মাধ্যমে তালা উপজেলা সহ সংলগ্ন কেশবপুর, ডুুমরিয়া উপজেলাপর জলাবদ্ধার চিত্র ও জলাবদ্ধতা দূরীকরনের উপর আলোচনা চিত্র উপস্থাপনার করেন, পানি ও নদী বিশেষজ্ঞ অধ্যাপক হাশেম আলী ফকির।
এসময় অন্যান্যের মধ্যে পানি উন্নয়ন বোর্ড খুলনার সহকারী পরিচালক এএসএম তৌহিদুল আলিম, বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, বিএনপি নেতা অধ্যাপক মোশাররফ হোসেন, সাতক্ষীরা জেলা জামায়াত নেতা ডা. আফতাব উদ্দীন, ডুমুরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মালেক, ডুমুরিয়া উপজেলা জামায়াাতের নায়েবে আমীর হাবিবুর রহমান, মনিরামপুরের ইউপি চেয়ারম্যান এসএম আক্তার ফারুক মিন্টু, তালার ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, জামায়াত নেতা ডা. জাকির হোসেন, যুব জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান রেন্টু, পানি কমিটির নেতা মীর জিল্লুর রহমান, উত্তরণ কর্মকর্তা দিলিপ কুমার সানা।
এসময় পানি উন্নয়ন বোর্ডের খুলনা; যশোর ও সাতক্ষীরা অঞ্চলের প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলীগন, সাতক্ষীরা, তালা, ডুুমরিয়া, অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, পানি কমিটির নেতৃবৃন্দ, পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ, জলাবদ্ধতা অঞ্চলের ভুক্তভোগী মানুষ উপস্থিত ছিলেন।
সভায়- তালা সহ সীমান্তবর্তী অঞ্চলের জলাবদ্ধতা দূরীকরনের জন্য বর্ষা মৌসুমের আগেই সকল ছোট-বড় খাল ও কালভার্ট সংস্কার, স্লুইস গেট সংষ্কার, নদ-নদী সেনাবাহিনীর তত্বাবধানে খনন ও টিআরএম বাস্তবায়ন সহ খাল এবং কালভার্ট সংরক্ষনে কমিটি গঠনের উপর আলোচনা হয়।
###