আর.কে.বাপ্পা, দেবহাটা ::
বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্র ঘোষিত কর্মসুচি দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নীপিড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে দেবহাটা কলেজ শাখা ছাত্রদল। দেবহাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরাফাত সানির নেতৃত্বে ও দেবহাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলামে পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রফেসর মির্জা মুহসিন আলী, দেবহাটা কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী গোবিন্দ দাস, সাধারন সম্পাদক পদপ্রার্থী সৈকত আহমেদ, ছাত্রদল নেত্রী সোনিয়া খাতুন, রুবিনা পারভীন, সুরভী পারভীনসহ সাধারন শিক্ষার্থীরা। উক্ত মানববন্ধনে বক্তারা নারীদের বিরুদ্ধে সহিংসতা, নীপিড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থার বিরুদ্ধে কঠোর বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবী করেন।