স্টাফ রিপোর্টার ::
অধিকার, সমতা, ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্য আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রুপান্তরের আয়োজনে সোমবার সকালে সাতক্ষীরা পৌরসভা হল রুমে নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।
সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম,পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, রুপান্তরের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আসাদুল হক সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে সাতক্ষীরা পৌরসভার নাহিদাল আরজিন শিক্ষা ও চাকরি
ক্যাটাগরিতে,তালা উপজেলা স্বর্ণলতা পাল জয়িতা এবং পৌরসভার পিংকা বিশ্বাস অর্থনৈতিক সফলতায় তিন অদম্য নারী সংবর্ধনা প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তরা বলেন,নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে।নারীকে সম্মান করতে শিখতে হবে। তাদের ভিন্নভাবে দেখার সুযোগ নেই। ছেলে বা মেয়ে হওয়ার কারণে সন্তানদের মধ্যে বৈষম্য করা যাবে না। পুরুষের পাশাপাশি প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ভূমিকা রয়েছে।
নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। সাহস করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী-সহ সর্বক্ষেত্রে নারীরা যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে। নারী উন্নয়নে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই সহযাত্রী হিসেবে কাজ করবে এটাই সবার প্রত্যাশা।