ইয়ারুল ইসলাম ::
সোমবার (১০ মার্চ) সাতক্ষীরা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটক স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ৯ মার্চ সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ আভিযানিক দল ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বাধীন এলাকায় অভিযান চালায়। অভিযানে সাতক্ষীরা শহর থেকে সীমান্তে যাওয়ার পথে মো. সোহেল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক সোহেল উদ্দিনের সঙ্গে থাকা একটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোন তল্লাশি করে ইজিবাইকের স্টিয়ারিংয়ের নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণ পাচারের জন্য ভারতে নেওয়া হচ্ছিল বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বর্ণ চোরাচালানের অভিযোগে সোহেল উদ্দিনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মো: আশরাফুল হক পিবিজিএম পিএসসি।