বি. এম. জুলফিকার রায়হান ::
তালা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন’র উদ্যোগে শিক্ষক সমাবেশে ও রোজাদরদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুর ২টায় তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি উপাধ্যক্ষ মো শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।
অধ্যাপক আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ডা. শেখ মাহমুদুল হক, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অধ্যাপক গোলাম ফারুক, মাগুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী, নাংলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ আল মুত্তালিব, সাতক্ষীরা আদর্শ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি মো. আব্দুস সবুর, তালা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন উপদেষ্টা মাওলানা মফিদুল্লাহ, অধ্যাপক ইদ্রিস আলী, ডা. আফতাব উদ্দীন, পাটকেলঘাটা আল-আমীন মদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস ও মাওলানা রেজাউল করিম প্রমুখ।
এসময় প্রধান অতিথি অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ বলেন, শিক্ষকদের আগামীদিন জাতিকে আদর্শ মানুষ হিসাবে তৈরি করার দায়িত্ব নিতে হবে, যার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি ও চাঁদাবাজ দুর হবে। তিনি ইসলাম ও কুরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য আগামী সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীদের ভোট প্রদানের আহবান জানান।
###