ইয়ারুল ইসলাম ::
চলো বন্ধু বদলে যাই, মানবতার বিশ্ব চাই এই মানবিক স্লোগানকে ধারণ করে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় নবোদ্যম ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই একঝাঁক শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, ছড়িয়ে দিচ্ছে সহমর্মিতার আলো।
এরই ধারাবাহিকতায় নবোদ্যম ফাউন্ডেশন সাতক্ষীরা শাখা সম্প্রতি তাদের নতুন কমিটি অনুমোদনের পর দ্বিতীয় মানবিক কার্যক্রম হিসেবে অসহায় মো. লস্কর আলীর পাশে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সাতক্ষীরার ভৈরব নগরে হতদরিদ্র লস্কর আলীকে ঈদ উপহার প্রদান করা হয়।
উপহার পেয়ে আবেগাপ্লুত লস্কর আলী বলেন, এত কষ্টের মধ্যে এই উপহার আমার জন্য ঈদের বড় আনন্দ। নবোদ্যম ফাউন্ডেশনের প্রতি আমি কৃতজ্ঞ।
আপনারা আমার দিকে একটু খেয়াল রাখবেন। আমি আপনাদের জন্য দোয়া করি।
এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন নবোদ্যম ফাউন্ডেশন সাতক্ষীরা জেলার সভাপতি মো. সাইদুজ্জামান শুভ, সাংগঠনিক সম্পাদক আল জাবীর রাহী, জনসংযোগ কর্মকর্তা রাফিয়া সুলতানা, সদস্য গ্রাম ডা. আল আমিনসহ আরও অনেকে।
নবোদ্যম ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দ জানান অসহায় মানুষদের জন্য তাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। ঈদ আনন্দ যেন সবার জন্য সমানভাবে পৌঁছায় সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন।
মানবতার সেবায় নবোদ্যম ফাউন্ডেশন—আগামীতে পথ চলুক আরও শক্তিশালী উদ্যোগ নিয়ে।