বি. এম জুলফিকার রায়হান ::
দেশব্যাপী ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে তালায় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত পরিষদের আয়োজনে এবং পরিত্রাণের সহযোগীতায় বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনের রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) এর তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি কংকনা দাস।
পরিত্রাণ’র কর্মসূচী সমন্বয়কারী মো. রবিউল ইসলাম’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজনৈতিক ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান রেন্টু, সাংবাদিক জুলফিকার রায়হান, বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) এর তালা উপজেলা শাখার সাধারন সম্পাদক পলাশ দাস, সদস্য স্বপ্না দাস ও সাবিহা খাতুন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে ২৯৪ নারী ও শিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ৯৬ জন নারী ও শিশু ধর্ষন এবং সংঘবদ্ধ ধর্ষনের শিকার হয়েছে। বক্তারা বলেন, ধর্ষনকারীরা বিভিন্ন আইনের ফাক ফোকড় ও রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যাচ্ছে। ফলে ধর্ষন ও নারী নির্যাতনের মত ঘটনা যেন থামছেই না। বক্তারা বর্তমান সরকারের নিকট ধর্ষনের আইন সংস্কার এবং অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবী জানান।
মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, নারী নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরআগে, নারী নির্যাতনেরে বিরুদ্ধে এবং দোষীদের শানিস্তর দাবীতে র্যালী বের হয়ে তালা উপশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
###