॥ অমিত কুমার ॥
সাতক্ষীরা তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত ছাপের সানার পুত্র দেয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে। তার নাম শাহাবুদ্দীন সানা (৪৫)।
এ ঘটনায় আহত হয়েছে নিহতের ছোট ভাই বাগমারা বাজারের চা ব্যবসায়ী আছির সানা (৩৭)। শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
সরজমিন নিহতের বাড়ীতে গিয়ে দেখা গেছে নিহত শাহাবুদ্দিন সানার ছোট ভাই কারিমুল সানা ইট দিয়ে ঘর তৈরী করার জন্য বাড়িতে পূর্বের কাচা মাটির দেয়াল ভাঙ্গার কাজ শুরু করলে এই দুর্ঘটনা ঘটে।
এ সময স্থানীয় লোকজন তাদের দুই ভাইকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে শাহাবুদ্দীন সানার মৃত্যু হয়।