॥ এম বেলাল হোসেন ॥
রসূলপুর সরকারি গোরস্থান সংলগ্ন বায়তুল ফালাহ জামে মসজিদের মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ঈশার নামাজে অংশগ্রহণ করে তারাবী নামাজও সম্পন্ন করেন। এ সময় ইসলামী ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক মেহেদী হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শুক্রবার জুম্মার নামাজে অংশগ্রহণ করেন সাতক্ষীরা পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, কাউন্সিলর শেখ সফিক উদ দৌলা সাগর, মসজিদের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালিউল ইসলাম, কোষাধ্যক্ষ ন্যাশনাল ব্যাংক কর্মকর্তা মো: আফতাবুজ্জামান, প্রকৌশলী মো: আব্দুল গফফার, কৃষি কর্মকর্তা মো: আব্দুল গণি, মো: তফুর সরদার, শামীমুল ইসলাম সোহাগ, মসজিদের ইমাম হাফেজ মাও: মো: মুহিবুল্লাহ সফওয়ান, মুয়াজ্জিন মো: আব্দুল কুদ্দুসসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, মুসল্লী এবং এলাকাবাসী।
নামাজ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মুসল্লীদের সাথে কুশুল বিনিময় করেন এবং মসজিদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। সে সময় মুসল্লীদের দাবির প্রেক্ষিতে সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের তৃতীয় তলা নির্মাণের বিষয়ে সহযোগিতার আশ^াস দেন। এছাড়া বায়তুল ফালাহ জামে মসজিদের জমি সংক্রান্ত মামলার বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
এদিকে, জেলার দুই জন উর্দ্ধতন কর্মকর্তা মসজিদের নামাজ শেষে মুসল্লীদের সাথে কুশল বিনিময় এবং সার্বিক সহযোগিতার আশ^াস দেওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
##