এস কে হাসান ::
আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের এডহক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অধ্যক্ষের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কমিটির সদস্য সচিব বাবলুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কমিটির সদস্য ও শিক্ষক প্রতিনিধি রওশনারা, অভিভাবক সদস্য নাসির উদ্দীন প্রমুখ। সভায় শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন, ব্যাংক হিসাবের অপারেটর পরিবর্তন, স্বীকৃতি নবায়ন ও জমির খাজনা পরিশোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য গত ১০ মার্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, যশোর এর কলেজ পরিদর্শক প্রফেসর এসএম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত স্মারকে আগামী ৬ মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।