স্টাফ রিপোর্টার ::
সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক ব্যতিক্রমী ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে। রবিবার (১৬ মার্চ) সাতক্ষীরা সদর উপজেলার আসিফ চত্বরে এ ইফতার বিতরণ করা হয়।
এই আয়োজনে পৌর বিএনপি ও ৯নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উপস্থিত ছিলেন এস কে মাসুম বিল্লাহ শাহিন, শাহ মোহাম্মদ কামরুজ্জামান, শাহিনুর রহমান বাবু, মান্না মেহেদী, বাপ্পি, আবিদুল হক, মুন্না, জিয়াউর রহমান, মিশন মিয়া, রাজ, দিপুল, ফরিদ, তরিকুল, তুহিন, পলাশ, জাহাঙ্গীর, মহিদুল ইসলাম, নাজমুলসহ আরও অনেকে।
নেতৃবৃন্দ বলেন, রমজানের শিক্ষা হলো ত্যাগ ও সহমর্মিতা। তাই এই আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা দলীয় ঐক্য ও মানবিক উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।