পলাশ কর্মকার ::
খুলনার কপিলমুনিতে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে কপিলমুনির অটো রাইস মিলগুলোতে অভিযান পরিচালনা করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ‘১০ এর আওতায় কপিলমুনি বাজারে অভিযান চলাকালীন চালের বস্তায় পাটের তৈরি ব্যাগ ব্যবহার না করে প্লাাস্টিকের ব্যাগ ব্যবহার করা এবং অন্য প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে চাউল প্লাস্টিকের বস্তায় মোড়কজাত করার অপরাধে মেসার্স সুন্দরবন অটো রাইস মিলের মালিক গাজী আঃ সবুরকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা সহ সতর্কমূলক পরামর্শ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন মুখ্য পরিদর্শক মুজিবর রহমান, পেশকার মো. ইব্রাহিম হোসেন, এস আই মোঃ আব্দুস সবুর প্রমূখ। অভিযান চলাকালে আদালত জানান, ধান, চাল, আটা, ময়দা ও চিনির পরিবহনের জন্য পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। এসময় অন্য মিলগুলোকে সর্তক করা হয়।