বি. এম. জুলফিকার রায়হান ::
তালা উপজেলা ভূমি অফিসে দালালচক্রের উৎপাত বন্ধ করে আগত সেবা গ্রহিতাদের হয়রানীমুক্ত সব ধরনের সেবা দ্রুত প্রদান করার জন্য অফিসের কমকর্তা ও কর্মচারীদের কঠোর ভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। এরফলে সেবা গ্রহিতারা বিগত ১ মাসের অধিক সময় ধরে হয়রানীমুক্ত ভাবে স্বচ্ছতা ও দ্রুততার সাথে সেবা পাচ্ছে। খুলনার সন্তান ও কুয়েটের মেধাবী ছাত্র মো. মাসুদুর রহমান তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদানের পর উপজেলা ভূমি অফিসকে জনবান্ধব করার লক্ষ্যে সবক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করা হচ্ছে। যেকারনে, উপজেলা ভূমি অফিসে ইতোমধ্যে খাস জমির বন্দোবাস্ত, জমির নাম পত্তন, ডিসিআর প্রদান ও ভ্রাম্যমান আদালতের অভিযান জোরদার করা সহ নানান খাতের সেবা প্রদানে গতী বেড়েছে। এরফলে সেবাপ্রার্থী মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললেও সাধারন ও নিরিহ মানুষের রক্ষ চোষা দালালদের গাত্রদাহ শুরু হয়েছে এবং তারা অফিসের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালিয়ে বর্তমান সময়ের অর্জিত সাফল্য ও জনসন্তুষ্টি ম্লান করার অপচেষ্টা করে যাচ্ছে।
ভূমি অফিসে আসা সেবাগ্রহীতা মো. আকরাম হোসেন জানান, এসিল্যান্ড হিসেবে মো. মাসুদুর রহমান যোগদানের পর উপজেলা ভূমি অফিসে সকল কাজের গতি ফিরেছে। অফিসটি সকল অনিয়ম-দুর্নীতি ও দালালমুক্ত করায় মানুষ সহজে সেবা নিতে পারছে। তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামের সায়েম মোড়ল বলেন, আমার নিজ জমির নাম পত্তনের জন্য আবেদন করার মাত্র ১০/১২ দিনের মধ্যে সরকারি ফি দিয়ে নাম পত্তন পেয়েছি। যা’ আমার কল্পনার বাইরে ছিল!
সেবা নিতে আসা মো. কালাম গাজী বলেন, এসিল্যান্ড স্যারের সাথে দেখা করে জমির সমস্যার বিষয়ে খোলামেলা আলাপ আলোচনা করা যায় এবং ধৈর্য্যসহকারে সব শুনে দ্রুত সমস্যা সমাধান করে দেন। তিনি যোগদানের পর থেকে জনবান্ধন হয়ে উঠেছে উপজেলা ভূমি অফিস। কুমিরা গ্রামের মো. মনিরুল ইসলাম বলেন, তালা উপজেলা ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করতে এসিল্যান্ড মো. মাসুদুর রহমান নানা উদ্যোগ গ্রহণ করেছেন। উপজেলা ভূমি অফিস থেকে শুরু করে ইউনিয়ন ভূমি অফিসগুলোতে জমির নামজারির ক্ষেত্রে দালাল না ধরতে এবং সরকারি ফি’র অতিরিক্ত কোনো অর্থ কাউকে না দিতে পরামর্শ দিয়েছেন। এরফলে সেবা নেয়ার উদ্দেশ্যে আসা সকল মানুষ অল্প সময়ে কাজ করতে পেরে স্বস্তির নিঃশ^াস ফেলছে। কিন্তু এসিল্যান্ড মহোদয়ের এমন সব জনবান্ধব উদ্যোগের কারনে দালালচক্র ক্ষুব্ধ হয়ে নানান ভাবে অপপ্রচার চালাচ্ছে। উপজেলা ভূমি অফিসের চলমান সুনাম অক্ষুন্ন রাখার জন্য ওইসকল দালাল ও চাঁদাবাজ চক্রকে আইনের আওতায় আনার জন্য সাধারন মানুষ প্রশাসনের নিকট আবেদন জানিয়েছেন।
তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মাসুদুর রহমান বলেন, পুরো অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী এখানে নতুন। সবাই কাজের প্রতি বেশ আন্তরিক। তিনি বলেন, সবাইকে সাথে নিয়ে আমি উপজেলা ভূমি অফিসের সকল সেবা প্রদান স্বচ্ছতা ও দ্রুততার সাথে নিশ্চিত করতে চাই। ইতোমধ্যে অধিনস্থ সকল কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন তদন্ত, রাজস্ব আদায়, খাস জমি বা চান্দিনা ভিটা বন্দোবাস্ত সহ অফিসের অধিন সকল ক্ষেত্রে সেবাগ্রহীতাদের স্বচ্ছতার সাথে দ্রুত সেবা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে ভূমি অফিস সংক্রান্ত সবধরনের দূর্নীতি ও অনিয়ম বন্ধ করে নিয়মিত হাট-বাজার মনিটরিং, জলাবদ্ধতা নিরসনে খাল অবৈধ দখলমুক্ত রাখা, অবৈধ দখলে থাকা খাসজমি উদ্ধার, নিয়োমিত ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ সরকারি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সকল কাজ দ্রুত করার চেষ্টা করে যাচ্ছি।
##