ডেস্ক রিপোর্ট ::
সুন্দরবনে অভিযান চালিয়ে ২০৫ কেজি হরিণের মাংসসহ এক হরিণ শিকারিকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গত রোববার বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের স্টেশন তিনটি স্থানে অভিযান চালিয়ে এসব মাংসসহ একজনকে আটক করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম বাবু ম্যোলা (২৭)। তিনি শ্যামনগর উপজেলার পার্শেমারি গ্রামের বাসিন্দা।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানান, গত রোববার রাতে সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন বাজার, খুলনার কয়রার উপজেলার দক্ষিণ খাসিটানা শেকবাড়িয়া নদীসংলগ্ন ও বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনিরগোল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকার করা ২০৫ কেজি হরিণের মাংস, দুটি মাথা, চামড়া ও আটটি পাসহ বাবু মোল্যাকে আটক করা হয়। তিনি শ্যামনগর উপজেলার বাসিন্দা।
কোস্টগার্ডের ওই কর্মকর্তা আরও জানান, বাবু মোল্যার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ আলামতসহ সংশ্লিষ্ট বন বিভাগ ও নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, বাবুর বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। আজ বেলা ১১টার দিকে তাঁকে আদালতে পাঠানো হয়।