এস কে হাসান ::
আশাশুনিতে Climate Vulnability and Capacity Analysis (CVCA) and Localy Led Adaption Palan (LLAP) Validation Workshop অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়।
ফ্রেন্ডশীপ নবপল্লব প্রজেক্টের আওতায় আয়োজিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্রকল্পের রিজওয়ানাল কো-অর্ডিনেটর শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, প্রোগ্রাম ম্যানেজার ইঞ্জিনিয়র মমতাজ উদ্দীন। ফ্রেন্ডশীপ আশাশুনির সিনিয়র রিজওয়ানাল ম্যানেজার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে মতামত ও প্রস্তাব উত্থাপন করে আলোচনা রাখেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, উপজেলা প্রকৌশলী অনিন্দ্য কুমার দেব, পিআইও আমিনুল ইসলাম, শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, বন কর্মকর্তা রেজাউল করিম, প্রতাপনগর চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, খাজরার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, কডএইড ফিল্ড অপারেশন কো-অর্ডিনেটর কৃষিবিদ মাসুদ রানা প্রমুখ। ওয়ার্কশপে প্রতাপনগর, আনুলিয়া ও খাজরা ইউনিয়নের অভিযোজন কৌশল নিয়ে আলোচনা করা হয়।