বি. এম. জুলফিকার রায়হান ::
নানা কর্মসূচীর মধ্য দিয়ে তালায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস-২৫ পালিত হয়েছে। দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষরা দিবসটিকে ঘিরে মর্যাদা এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যসহ নানান দাবি নিয়ে শুক্রবার (২১ মার্চ) সকাল ১০টায় তালা উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে।
বেসরকারি মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ ও বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) তালা উপজেলা শাখা’র আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) তালা উপজেলা সভাপতি প্রবীর দাস। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ সফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টু, বাংলাদেশ দলিত পরিষদের সাধারন সম্পাদক পলাশ দাস, পরিত্রাণ এর কর্মসূচী সমন্বয়কারী মো. রবিউল ইসলাম, উদ্দীপ্ত মহিলা সংস্থার উপদেষ্টা দিলীপ দাস, দলিত নেতা পিন্টু মন্ডল, কমলা দাস, রেবতা দাস, শান্তনা দাস ও কংকনা দাস প্রমুখ।
এসময় বক্তারা- অবিলম্বে বৈষম্য বিলোপ আইনের প্রয়োজনীয় সংস্কারসহ পাশ, জাতীয় সংসদ সহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলিত ও হরিজন জনগোষ্ঠীর জন্য আসন সংরক্ষণ, দলিতদের মূলধারায় আনার জন্য কৌশলপত্র প্রনয়ন ও বাস্তবায়ন সহ ১১ দফা দাবি উত্থাপন করেন।
এরআগে পরিত্রাণ অফিস থেকে দিবসটি পালনে একটি র্যালী বের হয়ে উপশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
###