বি. এম. জুলফিকার রায়হান ::
তালার জেয়ালা গ্রামে খাবারের সাথে চেতনানাশক ওষুদ মিশিয়ে প্রান্ত ঘোষের বাড়ি থেকে ৪/৫ লক্ষ টাকার মালামাল চুরি করেছে চোরচক্র। গত শুক্রবার গভীর রাতে চুরির ঘটনাটি ঘরে। ঘটনায় প্রান্ত ঘোষ সহ তার পরিবারের ৫ সদস্য অসুস্থ্য হয়ে পড়ে।
উপজেলার জেয়ালা গ্রামের স্বদেশ ঘোষের ছেলে প্রান্ত ঘোষ (২৫) জানান, শুক্রবার রাতে বাড়িতে খাবার খাওয়ার পর সকলে গভীর ঘুমে আচ্ছন্ন হয়। সকালে ঘুম থেকে থেকে জেগে অসুস্থ্যতা লাগে এবং বাড়ির অন্যদের ডাকাডাকি করলে তারাও গভীর ঘুম থেকে ওঠে। এসময় ঘরের গ্রীলের তালা ভাঙ্গা ও সোকেস খোলা দেখে সন্দেহ হয়। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ঘরের সোকেসের মধ্যে রক্ষিত ৩ভরি স্বর্নের গহনা, দামী কাপড়চোপড় ও নগদ টাকা সহ ৪/৫ লক্ষ টাকার মালামাল চুরির বিষয়টি জানাজানি হয়।
প্রান্ত ঘোষ জানান, বাড়ির সকলের ধারনা রাতের খাবারের সাথে চেতনানাশক ওষুদ মিশিয়ে দেয় চোরচক্র। পরে সেই ওষুদ মিশ্রিত খাবার খাবার পরে সকলে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে চোরেরা স্বর্ন ও টাকা সহ জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। চেতনানাশক খাবার খেয়ে প্রান্ত সহ তার মাতা রাধা ঘোষ, স্ত্রী বেবী ঘোষ, বোন দিপা ঘোষ ও বোনের শিশু কন্যা অন্রশ্রী ঘোষ অসুস্থ হন। তবে, বিভিন্ন কারনে এঘটনায় থানায় অভিযোগ করার সাহস পাননি ভুক্তভোগী প্রান্ত ঘোষ।
উল্লেখ্য, বিগত কিছুদিন ধরে ওই এলাকায় বাড়ি ঘর থেকে শুরু করে মাঠের ক্ষেতের সেচের মটর সহ কৃষি যন্ত্র নিয়োমিত চুরির ঘটনা ঘটছে। এতে সাধারন মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছে।
###