এস কে হাসান ::
আশাশুনিতে উপজেলা পর্যায়ে বিদ্যমান সরকারি সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন (ইনএনও কর্তৃক) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ইউরোপিয়ন ইউনিয়ন ও পিকেএসএফ এর অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় উন্নয়ন প্রচেষ্টার পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে মূখ্য সঞ্চালকের দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। টেকনিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, প্রাণি সম্পদ কর্মকর্তা (অতিঃ দাঃ) মোঃ মাছুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, মহিলা বিষয়ক সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দেব, পিআইও প্রমুখ আলোচনা রাখেন। অনুষ্ঠানে প্রকল্প সমন্বয়কারি হুমায়ূন কবির সহ উন্নয়ন প্রচেষ্টার মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার কুল্যা, কাদাকাটি, বড়দল ও খাজরা ইউনিয়ন থেকে প্রকল্পের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।