স্টাফ রিপোর্টার ::
আশাশুনি উপজেলার পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হল রুম চত্বরে নবনির্বাচিত সকল সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় যশোর শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত অ্যাডহক কমিটির সভাপতি মোঃ ইয়াকুব আলী, শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল হাই, অভিভাবক সদস্য রওশন আলম ও সদস্য সচিব প্রধান শিক্ষক বিরাজ মোহন রায় সহ অতিথি বিন্দুদের ফুল দিয়ে বরণ করা হয়।
পরে আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরাজ মোহন রায়ের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক পশুপতি রায়ের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ ইয়াকুব আলী, হাজরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি বোরহান উদ্দিন বুলু, অভিভাবক সদস্য রমজান আলী মোড়ল, সহকারী শিক্ষক শুভেন্দু কুমার মন্ডল, নেপাল চন্দ্র গাইন, পুলিন বিহারী মন্ডল, সাবেক ইউপি সদস্য রজব আলী সানা, ডাক্তার কৃষ্ণপদ রায়, আব্দুল সাদেক সরদার,বিশ্বজিৎ মন্ডল, প্রীতিশ সরকার প্রমূখ।
নবনির্বাচিত কমিটি সভাপতি ইয়াকুব আলী বলেন, বিদ্যালয়টি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হলেও সংস্কারের অভাবে ভবনের বিভিন্ন জায়গায় ভেঙে যাচ্ছে। সবাই মিলে প্রচেষ্টার ফলে ভগ্ন দশা বিল্ডিংটি কিভাবে সংস্কার করা যায় তার দিকনির্দেশনা তুলে ধরেন। এছাড়া শিক্ষকদের সময় মতো স্কুলে আগমন, পাঠদান এবং সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং বিদ্যালয়টি একটি মডেল বিদ্যালয় হিসাবে রূপান্তরিত করা যায় এজন্য সহযোগিতা সকলের কামনা করেন তিনি।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক সদস্য, সংবাদ কর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।