আবু ছালেক ::
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে আশ্রায়ন প্রকল্পের আশ্রিতদের মধ্যে পবিত্র ঈদ উপলক্ষে চাউল বিতরণ করা হয়েছে। জানা গেছে ব্যাংদহা জোড়দিয়া আশ্রয়ন প্রকল্পের আশ্রিতরা নদী ভাঙ্গন কবলে পড়ে ক্ষতিগ্রস্হ হওয়ায় ঈদ উপলক্ষে ২০ টি ব্যারাকে অবস্থানকারী ১০০ জন গরিব অসহায়দের মধ্যে, পরিবার প্রতি ২০ কেজি করে চাউল প্রদান করা হয়। এ সময় উপস্থিত থেকে চাউল প্রদান করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাহিনুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান, ৭ নম্বর ওয়ার্ড মেম্বর সাংবাদিক মো: আবু ছালেক,চাউল পেয়ে ব্যাপক খুশি হয়েছে আশ্রয়ন প্রকল্পের গরিব অসহায় ১০০ পরিবারের সদস্যরা।