বি. এম. জুলফিকার রায়হান ::
প্রয়োজনীয় কেনাকাটায় ই-কমার্স ব্যবহারে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে তালায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে, প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে বিপদাপন্ন জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন প্রকল্পের অধিন, বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে উপজেলা প্রাণী সম্পদ অফিসে’র হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড’র সহযোগীতায়, দলিত’র ম্যানেজার অডিট এন্ড মনিটরিং উত্তম কুমার দাস’র সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম।
দলিত’র সোস্যাল মোবিলাইজার সুশান্ত দাস’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে তালা রিপোটার্স ক্লাব’র সাধারণ সম্পাদক, বি.এম. জুলফিকার রায়হান, প্রকল্প ব্যবস্থাপক সুমি খাতুন, আইটি অফিসার পবিত্র দাস, উপকারভোগীদের মধ্যে শিউলি সরকার, অনিমা দাস, পূজা দাস ও স্বপ্না বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
সভায়- ই-কমার্সের সাথে নারী সম্পৃক্ত নারী ক্ষুদ্র উদ্যোক্তারা উপস্থিত ছিলেন এবং ই-কমার্স ব্যবহারে প্রতারনা থেকে রক্ষা পাবার উপর আলোচনা হয়। এরআগে, গত মঙ্গলবার (২৫ মার্চ) সকালে বাংলাদেশ ক্ষুদ্র ও কটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর সাতক্ষীরা উপব্যবস্থাপক’র কার্যালয়ে সম্ভাব্য উদ্যোক্তা ও ক্রেতাদের সাথে ই-কমার্স সংক্রান্ত সংযোগ সভা অনুষ্ঠিত হয়।
প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে বিপদাপন্ন জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন-২ প্রকল্পের অধিন, বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে, দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড’র সহযোগীতায় অনুষ্ঠিত সভায় দলিত’র ম্যানেজার (অডিট এন্ড মনিটরিং) উত্তম কুমার দাস সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিক এর উপ-ব্যবস্থাপক গৌরব দাস। দলিত’র সোস্যাল মোবিলাইজার সুশান্ত দাস’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে প্রকল্প ব্যবস্থাপক সুমি খাতুন উপকারভোগী অর্চনা দাশ, অনিমা দাস, কাকুলী দাস ও আছিয়া সুলতানা লিমা প্রমুখ বক্তব্য রাখেন।
###