এস কে,হাসান ::
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদীর বিছটে ভেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবনে ক্ষতিগ্রস্ত এলাকা ও পানিবন্দি মানুষকে দেখতে ও ত্রাণ বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার। এসময় মানুষের মাঝে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী। খুলনা নৌ অঞ্চলের কমান্ডারের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের বিছট ও কাকবাসিয়া এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে ১১ টি গ্রাম প্লাবিত হয়েছে। ৪ হাজার ৫০০ বিঘা জমির ধান নষ্ট, ২১ হেক্টর জমির মৎস্য ঘের ক্ষতিগ্রস্থ ও বানভাসি মানুষ আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী পাউবো বাঁধে। মানুষ পানিবন্দি অবস্থায় দুর্বিষহ জীবন যাপন করছে।বেড়িবাঁধ ভাঙ্গন প্লাবিত এলাকা পরিদর্শনকালে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করেন, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার, বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ক্যান্টনমেন্ট কর্নেল নাবিদ। এসময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, সহ সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী হাফেজ মাওঃ মুহাদ্দিস রবিউল বাশার, পাউবো বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মোর্তজা, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, সহ সেক্রেটারী শাহ অহিদুজ্জামান শাহিন, প্রভাষক শাহজাহান, সমাজ কল্যান সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, জামায়াত নেতা জজ কোর্টের এপিপি এ্যাড.শহিদুল ইসলাম ও অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয় সংকটকালে জনগণের পাশে থাকা শুধু দায়িত্ব নয়, এটি বাংলাদেশ নৌবাহিনীর দৃঢ় অঙ্গীকার। এ পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে। নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল দল খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা ও প্রযোজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করছে। এদিন ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানির জ্যারিকেন, ঔষধ, খাবার স্যালাইন, বিভিন্ন রকমের শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি প্রদান করা হয়।